এ পথে কেন আসিস না ?
খিলখিলিয়ে হাসিস না ?
টগবগিয়ে চলিস না ?
কথার প্যাঁচ মারিস না ?
আমার ছেঁড়া কেঁথা দেখে,
চলেছিলে এঁকে বেঁকে !
ময়লা জামা, ময়লা কাগজ,
আমার নাকি এমনি মগজ !
পাঁচের মত,প্যাঁচার মতন,
তোর মুখটা এখনও এমন !
ভালোবাসার বললে কথা,
আমায় তখন মারলে গুঁতা !
গায়ের রঙটা আমার কালো,
তোর নাকি লাগেনা ভালো !
তাইতো সেদিন মনের দুখে,
আয়নাটা দিলেম রেখে !
খাতা কলম হাতে নিয়ে ,
শেষ করেছি সব আঁকিয়ে !
এমন সময় পাশের বাড়ির,
ছুটে এলো পাগলা বছির !
বললো এসে তোর কথা,
দুর্ঘটনায় ফেটেছে মাথা !
ফিনকি দিয়ে রক্ত ছোটে,
কাদামাটি লেগেছে ঠোঁটে !
উঃ আঃ শব্দ করে,
দম চলছে জোড়ে জোড়ে !
মনটা ভীষন খারাপ হলো,
ঘুমটা তখন ভেঙেই গেলো !!