নাত বৌ, ও নাত বৌ,
বাইরে দেখোতো কিসের মিছিল হচ্ছে ?
ও দাদু,সকলের হাতে লাল সবুজের পতাকা
আর বলছে আজ গণতন্ত্রের মুক্তি হয়েছে ,মুক্তি হয়েছে !
ও তাই বুঝি !
আরে নাত বৌ ! সেদিন যে বলেছিলে কোন্ মিছিলের কথা ?
কেন দাদু ,বলেছিলাম লাশের মিছিলের কথা !
লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন ধুলোবালি মাখা লাশ আর লাশ !
আর বলে ছিলাম জাতীয় চার নেতার নির্মম হত্যার বিচারের রায়
শোনার পর মিছিলের কথা !
বলেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচারের রায়ের পর আনন্দ মিছিলের কথা !
আর বলেছিলাম এলাকায় এলাকায় যুদ্ধাপরাধীর বিচারের রায়ের পর
মিছিলের কথা ! আর বলেছিলাম-----
ঢাকার রাজপথ কিভাবে রক্তাক্ত হয়েছিল তার কথা ?
নাত বৌ,যেদিন তুমি আমায় বলবে--------
দাদু, ও দাদু------আজ লাল সবুজের পতাকা হাতে
বাংলার আপামর জনসাধারণ মিছিলে চিৎকার করে বলছে----------
আমরা সকলে ঘুষ ও দূর্নীতিমুক্ত প্রশাসন গড়েছি ,গড়তে পেরেছি !
আমি সেদিন শুনাবো তোমায়-----------
১৯৭১ সালে কিভাবে হনাদারদের
বোমার আঘাতে আমার বাম হাত উড়ে গেছে !
আমার মুখমন্ডল আগুনে ঝলসে বিভৎস হয়ে গেছে !
লাখো শহীদের বুকের তাজা রক্তে কিভাবে
এ সবুজ বাংলা লালে লাল হয়েছে !
কি নিদারুণ যন্ত্রণা বুকে নিয়ে আজো বীরাঙ্গনারা বেঁচে আছে !!
আরও শুনাবো তোমায় ১৬ ডিসেম্বরের বিজয় মিছিলের কথা ! ! !