সেদিন লোকটা হঠাৎ করে ,
রাস্তার পাশে গেলো পড়ে !
চলতে নারে বয়সের ভারে
বলছে সবে গেছেই মরে !
কেউ বলে চোখ ছিলনা !
কেউ বলে জন্মের কানা !
লোকটা আর কি-ই বা বলে ,
বলছে ডেকে পড়েছি খালে !
তোমরা না হয় তুলে দাও,
তারপরে জবাব নাও !
দেনা করেই জীবন কাটে ,
কত দেনা দেখনা খুঁটে !
চারিদিকে খবর গেলো,
লোকটা শেষে মরেই বাঁচলো !
কথায় কথায় কথা বাড়তো,
উপদেশের ডালি ঝাড়তো !
যেতে হবে খালি হাতে ,
চিন্তা করিস দিনে রাতে !
কেন তবে করছি বড়াই ?
জ্বলে জীবন হবে রে ছাই !
চলরে সবে তুলেই দেখি ,
লোকটা কি সেই উদাস কবি ?
লাশের পাশে কিসের খাতা ?
কবিতা লেখা অনেক পাতা !
কবির জীবন ছন্নছাড়া ,
তাকে দেখেই বাঁচরে তোরা !