গাছে গাছে ফুল ফোটে, ফুল ফোটে মনেতেও,
নদীতে বসন্ত আসে, জোয়ার আসে জীবনেও !

সাজে যেনো সুন্দরী  মন মাঝে হারাতে,
সাজেরে ধরণী তাই সব মন রাঙাতে !

গুনগুন করে ওই এলো বুঝি ভোমরা ,
সাত রঙে সাজলো রে সব ফুল কলিরা !

বন্যায় দিনে রাতে নদী কেন উছলায়   ?
মনেতে ফাগুন এলে মন কেন ছুটে যায় ?

উদাস উদাসী প্রাণ ভাবে নিরালায় ,
মৌমাছি মধু খেয়ে লুটোপুটি যায় !

মনের রথেতে  ঘুরে সারাটি ভূবন,
খুজে কেন মনরে রসে ভরা মন !

থই থই পুকুরে জোছনার আলো ,
শাপলা শালুকে যেন বসন্ত এলো  !

সব বাধা ভেঙে তুই মন দিয়ে দাও !
বসন্ত বাতাসে ভাসুক পাল তোলা নাও !

বছর বসন্ত আসে বছরের শেষে ,
এভাবে হাঁটে দিন দ্বিধাহীন বেশে !

পঞ্চাশ বসন্ত হেলায় কেটে গেছে হায় !
আর বসন্ত কি আছে হিসেবের খাতায় ?