তোর হাতের আলতো ছোঁয়া,
সবার ভাগ্যে হয়না পাওয়া !
রিনিঝিনি নূপুর পায়ে ধীরে তুমি চলো !
ফাগুন হাওয়া তাই বুঝি বইছে এলোমেলো !
বকুল গাছের আড়াল থেকে রিনিঝিনি শুনি,
সুক পাখিরা কখন ডাকে তাইতো প্রহর গুনি !
মাঝে মাঝে ডেকে ওঠে বুনো পাখির দল !
মনপাখিটা ভেবে বলে সবই নাকি ছল!
নিজ জমি শুকনো রেখে পরের জমি চষি,
সেই জমিতে সেচ দিয়ে পরে হিসেব কষি !
কি লাভ পেলি ওরে বোকা ভেবে দেখলিনা !
রস না দিলে রসমোতির মন যে মিলেনা !
অমৃত সুধা তারে দিলি ,
ছলাৎ জলে মন হারালি,
মনের বদল মন দিলে পরও আপন হয় ,
সাগর তলে মুক্তো মিলে জ্ঞানী জনে কয় !
নিজেও তোরে মন দিয়ে মিছেই বলে বোকা ,
মেঘলাকাশে রঙিন স্বপ্ন রইলো তাই ঢাকা !
সুখ সাগরে নাও ভাসায়ে মোরে ভুলিস না ,
মাস্তুল ছাড়া নাও যে তোর এমনি চলে না !
যা যা যা ভুলে যা তুই মনে রাখিস না ,
ভোমরা যে বিশ্ব ঘুরে তুইতো জানিস না !
পাখিরা যে ডেকে বলে আয়রে ফুলের অলি !
তাইতো বলি রসমোতির ফুটুক আবার কলি !