প-রো-য়া-না
                        - সরকার ফজলুল হক
ট্যাংকুর বউ চেঁচিয়ে বলে “ঢংগে বাঁচিনা ” ,
কি যে লিখিস আজেবাজে নিজেই জানিস না !

ট্যাংকু মিয়া রেগে বলে - কি বললিরে বউ ?
মোর মতন একটা “লেখা ”লেখুক দেখি কেউ ?

তোর লেখা কেউ পড়েনা , ট্যাংকুর বউ বলে !
আর এ রকম  অনটনে সংসার কি চলে ?

বউ বাচ্চার খবর নেবার তোর ফুরসত কই ?
আমি একায় করি সংগ্রাম ! আর তুমি ছাপাও বই !

সব বই গাঁদা করে রেখেছো খড়ের ঘরে ,
ইঁদুর গুলো   সেথা এসে নিত্য মিটিং করে !

বউয়ের কথা শুনে ট্যাংকুর মন হলো ভার ,
আজেবাজে লেখা লিখে ট্যাংকু করলো প্রচার !

চারদিক রব উঠলো ধ-রো, ধ-রো ট্যাংকুকে !
ট্যাংকু মিয়া তবুও লিখে আড়ালে থেকে !

অন্ধকারে গোপন ঘরে বসে ট্যাংকু লেখে কবিতা,
“এডিস ” মশা সুযোগ বুঝে মারছে কামড়টা !

প্রতিকারের কারণ দিয়ে ট্যাংকু লিখলো যখন ছড়া,
“ডেঙ্গু” রোগ ছড়াবে না,বিশ্বে জাগলো আবার সারা !

রাত্রে সেদিন ভীষন জ্বরে , ট্যাংকু কাঁপতে থাকে হায় !
অবশেষে গভীর রাতে ট্যাংকু মিয়ার জীবন চলে যায় !

আজেবাজে লেখার তরে  প-রো-য়া-না এলো !
সবে তখন সাক্ষ্য দিলো----- ট্যাংকু ছিলো ভালো !