ও গো মা ভবানী
-সরকার ফজলুল হক
ও গো মা ভবানী, বলতো মোদের কি দোষ ছিলো ?
ধরাধামে আসবে বলে জ্বালাবে তুমি আশার আলো !
অজানা কথা জানার জন্যে মোরা সেদিন ছুটছিলাম,
সব কথা ভুলে শুধু তোমার কথাই ভাবছিলাম !
তুমি যদি বলে দিতে সাবধান প্রিয় ভক্তেরা ,
ঐ তরীতে রয়েছে ‘অসুর’ আর তার দোশররা !
চোখের পলকে ডুবিয়ে দিলো আনন্দে ভরা তরী !
এতো কষ্ট,এতো বেদনা দিয়ে গোটা বুকটা দিলো ভরি !
বলতো মা ভবানী ? ভক্তেরা তোর কত কষ্ট পেয়েছে ?
আহজারীতে আকাশ বাতাস ভারী হলেও,অসুরেরা হেসেছে !
নিমিষেই স্বামী হারালো স্ত্রী, আর মা হারালো সন্তান !
ভুলে গেলো সকলেই মায়াবী জীবন !
সান্তনা দেয়ার ভাষা, পথ সকলের অজানা,
আশার আলো দাও ‘ভবানী’ মোরা করছি প্রার্থনা !
শুভ দিনের শ্রদ্ধার্ঘ্য নেই মা, এসেছি চোখের জল নিয়ে !
ফিরতেই হবে পরজনমে,বলে দে তোরা ঢাক বাজিয়ে !
সেদিন যারা চলে গেলো. সবাই তোমার সাথী হলো !
আরে সবাই বলো,সবাই বলো পূণ্যার্থীরা স্বর্গে গেলো !
(কিছু কথা ঃ গত ২৫ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে মর্মান্তিক নৌকাডুবিতে ৭০জনের অধিক যাত্রী পানিতে ডুবে মারা যান । তাঁরা(সনাতণ ধর্মালম্বী) শুভ মহালয়া উপলক্ষে নদীর অপর পাড়ে বদেশ্বরী মন্দির প্রাঙ্গনে আয়োজিত ধর্মসভায় যোগদানের জন্য যাচ্ছিলেন ।তাঁদের সকল বিদেহী আত্মার শান্তি ও স্বর্গবাসী হোক এ কামনা করে কবিতাটি রচিত ও নিবেদিত হলো ।)