ও সখিরা উলু দে
-সরকার ফজলুল হক
ও সখিরা, জোরে জোরে উলু দেনা রে !
ও ঢুলী ভাই ,জোরে জোরে ঢাক বাজাও রে,
মা এসেছে, মা এসেছে ভালো বার্তা নিয়ে রে,
শরৎকালের ফোটা ফুল, মাথায় গোঁজ রে!
সানাই কাঁশর বাজিয়ে তোরা, সবে পাগল করে দে,
মায়ের মন লুটে নিয়ে, সবে নাচতে থাকো রে !
ধুনুচি নৃত্য পরিশেনে আরতি বিলাও রে !
দে দে সবে মিলে আরতি দেনা রে !
সারা বছর দূরে থেকে,আজ ভক্তের কাছে এসেছে!
ইচ্ছেমতো অর্ঘ্য দিয়ে, তার মন কেড়ে নে !
মা এসছে,মা এসেছে, সারা জগতে রব ওঠেছে !
হাসি খুশি সবে থাকি মিলে মিশে রে,
ফল,ফসলে ফুলে ফুলে মর্ত্যটাকে সাজিয়ে দে না রে !
সুখ,শান্তি সবে চাই তোর কাছে নেচে গেয়ে রে !
( চলতি দুর্গাপূজা উপলক্ষে রচিত ও নিবেদিত রইলো সকলের কাছে )