বুস্টার ডোজ
-সরকার ফজলুল হক
বলোতে দেখি মিতালীর মা,
তোর কাছে সব চেয়ে কি বেশি প্রিয় ?
কি আবার ! এত্তো সোজা প্রশ্নটা,
আমার প্রিয় বিড়ালের ডাক “ মিঞ মিঞ”!
এই না দু‘দিন আগে বাড়ির পোষা বিড়ালটা
তোর কাছে এসে খুব ডাকাডাকি করছিল,
তখন তুমি কেমন করে দুমদাম করে দিলে পেটা ?
কারণ তখন আমার গায়ে ভীষন জ্বর ছিল !
তা,হলে প্রমাণ হলো “ প্রিয় তোমার শরীরটা” ,
আজ কেমন লাগছে বলতো দেখি ?
জ্বর সব পালিয়ে গেছে ভালো হয়েছে মনটা !
সংসার কাজে মন বসেছে জাগছে শুধু ফুর্তি !
এবার ছোট্ট করে বলো,জ্বর কেমনে করে হলো ?
“বুস্টার ডোজ” নিলাম ভাই,“করোনা” মুক্ত হলেম তাই !
জীবন রক্ষার জন্য বিনামূল্যে “টিকা”দিলেন যাঁরা,
মহত জন,মহত প্রাণ খাঁটি জনসেবক তাঁরা !
তাঁদের সেবায় বাঁচুক কোটি কোটি প্রাণ !
তাদের জন্য রইলো প্রাণঢালা দোয়া,
শুভেচ্ছাসহ হাজার সালাম ।
( কিছু কথা ঃ বাংলাদেশে গত ১৯ জুলাই ২০২২ ইংঃ দেশ ব্যাপি “করোনা” এর বুস্টার ডোজ প্রদান করা হয় । গভীর শ্রদ্ধা জানিয়ে উল্লেখিত কবিতাটি লিখিত ও নিবেদিত করা হলো সকলের কাছে ।)