ভোলাপথে
-সরকার ফজলুল হক
সাদা পালকের মতো কেনো তোর মাথার চুল ?
দাদাকেতো বকেছিলে, তোর যত্নে ছিলো ভুল !
দাদা বলেছিলো, দেখো কয়টা মোটে দিন !
মোর মতো তোকেও একদিন শোধতে হবে ঋণ !
দাদার ফোকলা হাসি দেখে খুব হেসেছিলে!
আজ কেনো দাঁত হারিয়ে ভাসো চোখের জলে ?
শরীর ব্যথায় দাদা - দাদী হাঁটতে পারেন না !
মুখ ভেংচিয়ে তাদের শুধুই করতে ভৎসনা !
আজ নিজ বদনটা দাঁড়িয়ে দেখো আয়নায় !
বুড়ো-বুড়ীর ছাপ কেনো তোর চেহারায় ?
সময় হলে লাফ ঝাঁফ শেষ হয়ে যায় !
এটা যে “তাঁরই ” বিধান স্বয়ং বলছে বিধাতায় !
কোথা গেলো সোনা-দানা, জমি- জমার খাতা ?
কোথা গেলো বাহারি রূপ,আর কারি কারি টাকা ?
ভোলাপথে চলিস নারে ওরে বোকা মন !
ফিরে আয় তুই “তাঁর” পথে,সে যে কেড়েই নিবে ধন !
থাকবে পড়ে হেথা হোথা সাধের বাড়ি-গাড়ি !
যেতে হবে,ছাড়তে হবে, তাই সাজো তাড়াতাড়ি !