তোমার সান্নিধ্য লাভ
উফফ! সে কি চারটি খানি কথা
কত রাত এর পিছনে
নির্ঘুম কেটেছে
কত উদাস দুপুর
তোমায় নিয়ে মেতেছে
কত বসন্ত
নানান রংবেরঙ এ
সাজিয়ে তুলে
তবেই না এই সান্নিধ্য লাভ।
লোকে তো বলবেই,
গোল্লায় গেছি
কাজ কর্ম নেই
খালি খালি ভাত গিলছি
তুমি তো জানো,
কতটা ভিতরটা ছিল খালি
কতটা পালা পার্বণ
কতটা ভেজা সিক্ত বর্ষা
তোমার সান্নিধ্যে চেয়েছি।
গেল ঈদে
তোমার পাড়ায় ঢুকে
তোমায় দেখে
কি! পাগলামি ই না করেছি
জোরে উঁচা গলায় গান ধরে
বলতে চেয়েছি
কতটা ঘায়েল আমি
কতটা তোমার আমি।
লোকে তো বলবেই
বসে বসে এই কর
ছাইপাঁশ লিখে লিখে
দিন পার কর
কেউ আসবে না ঘরে
শুণ্য বুকে রবে চিরকাল
ওরা তো জানে না
তুমি তো জানো
কতটা হিমশীতল বরফ ভেঙে
কতটা ওম আমি চেয়েছি
তোমায় ভেবে
শুরু করেছি আমার
আলোয় ভরা ফকফকে সকাল।
তোমার সান্নিধ্য লাভ
উফফ! সে কি হাতের মোয়া
মসজিদে বিলানো কমদামী বাতাসা
আমি তো জানি
কতটা হীরা; সোনা তুমি।


২৯ জানুয়ারি ১৭। সকাল ০৭:১০ মিনিট।