এই শতাব্দীর কোন এক ভোরে
যখন সুর্যের আলো এই গ্রহে
পড়তে লাগল
ছুঁতে ছুঁতে ছুঁয়ে ফেলল
রাতে ঘুমিয়ে পড়া অলিগলি রাজপথ
শিশিরজলে নুয়ে থাকা ঘাস থেকে
ঝরতে লাগল যখন শিশির
ভিজতে শুরু করল জমিন
তখন ই জন্মালাম
আমি এবং তুমি।
দেখতে দেখতে
শিখতে শুরু করলাম
চিনতে লাগলাম কে আপন
কে কতটা পর?
আমি এবং তুমি।
ভাল ই কাটতে শুরু করল রাত দিন
প্রথম ধাক্কা খেলাম
ঘোষ পাড়ার অঞ্জলি'র খবরে
তখন কিসে পড়ি
এইতো পাঁচ ক্লাস
কেবল জানতে শুরু করেছি
ফিরিঙ্গী দের আমল
শায়েস্তা খাঁর সস্তার যুগ
মুজিবের ভাষণ
এবার এর সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবার এর সংগ্রাম মুক্তির সংগ্রাম
হানাদার আলবদর নেই
নতুন একটা দেশ জন্মাল
নাম বাংলাদেশ।
সেই স্বাধীন দেশে
প্রেম চেয়ে না পেয়ে
এসিডে মুখ ঝলসে গেল অঞ্জলি!
জানলাম,
পশু এখনো বিদ্যমান
আমি এবং তুমি।
আস্তে আস্তে ছোট বড় ধাক্কা সামলে  
এসে ধরা দিল যৌবন
চারপাশ রঙিন
হাতে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ
অচেনা ভুবনে পা ফেলতে লাগলাম
পরিচয় ঘটল তোমার সাথে
ছাদের কোণায় খোলা চুলে
আধো আলো ছায়ায় দাঁড়িয়ে তুমি
থমকে গেল সময়
বুঝতে চাইলাম
ডাগর আখির ভাষা
প্রথম কথা
কি নাম তোমার?
আমি নীল
তুমি সাহর।
শুরু হতে লাগল নতুন যাত্রা
আসমানে উড়া ঘুড়ির মত উড়া
ডানে যাচ্ছি তো বামে
উপরে যাচ্ছি তো নীচে
বেলা শেষে যে যার ঘরে
আমি এবং তুমি।
একদিন নির্জন দুপুরে
ডুবিয়ে দিলাম দুজন দুজনার ঠোঁট
বারুদে ঠাসানো ম্যাচ বাক্সে বন্দী
জ্বলে উঠলাম
জানলাম শরীর
আমি এবং তুমি।
কাটল নেশার ঘোর
ফুঁসে উঠল সমাজ
পালটে গেল চেনা চেনা মুখ
বেজে উঠল ধর্মের কল
প্রথম রক্ত দেখলাম
নিজের রক্ত
চকচকে ড্যাগারে
আগুনে পুড়লে তুমি
খানখান তছনছ
মুন্সী পাড়া
গোবিন্দ পাড়া
এখনো জন্মাই
আমি এবং তুমি।


২১:০১:১৭।  সকাল ০৬:৫২ মিনিট।