চোখ আছে
মুখ আছে
অনুভূতি বিলীন,
ভালো থাকা অল্প বলেই
মুখটা থাকে মলিন।

বিলুপ্ত এ আবরণের কল্পিত সে মুখ,
ভুলে থাকি সেথা লুণ্ঠন,গুম,খুন
কোমলক্ষণিতে প্রায় জাগে নগ্নতা,
শরীর জুড়ে তবু ভালো মানুষের গুন।

মেজাজ জূড়ে আজ আমার,
ভালো থাকার সাজ
মাতাল হচ্ছি সূর্য নিয়নের হেলায়,
মানুষ আমি সুশিক্ষিত আজ
হারিয়ে যাচ্ছি মুখোশ-মুখোশ খেলায়।

কিন্তু আমি দেখেছি আফিং খাওয়ার নেশাতুর সে মন
আলকাতরায় জড়ানো সে মনে ভালোবাসা প্রতিক্ষণ
একাকী চিন্তায় ভালো থাকতে হারিয়ে গিয়েছি কতো?
মুখোশহীনদের সভ্যতায় জমে বিভেদের ক্ষত।