গালে গোলাপি রঙ,
নাকের বিকৃত রুপ,
নিজের হাসিকে ভুলে,
হাসাচ্ছে যুগ যুগ।
রুপ তার নেই খুব,
থাকে না সে সদা চুপ,
লজ্জারা বেহায়া বেশ,
দিচ্ছে নিজেতে ডুব।
সত্ত্বার চুপ থাকা
হাসি তবু চেহারায়,
হাসি তাকে কাঁদালেও
হাসিটাকেই সয়ে যায়,
অভিনয়ে পাকা সে
যদিও তা পেশা নয়,
সমাজকে মজা দিতে
অভিনয়ে মেতে রয়।
কবিতার হাসিখেলা
নিজেকে ভুলে চলা
জীবন তা মানতে রাজী নয়।
তাদেরও জীবন আছে
জীবনের রস আছে
আছে সেথা হাসি আর কান্না,
হাসিতে জীবন পেলেও
কারো কারো ভালো হলেও
ন্যাকা হয় তার শত কান্না।