কালো চুলের নীলাম্বরী,
মুখটি শ্যামল গৌর্,
চোখদুটো তার হালকা কালো,
মেধাতেও চতুর।
গালদুটি তার খাবলা মতন-
ফুলিয়ে যখন রাখে
পুর্নিমা হয় চারিদিকে,
জোনাক ভরা রাতে।
কোথা হতে চুল খোলা তার-
কোথায় শুরু মাথা,
শালীনতায় নীল শাড়ি গায়ে,
হাত দু-খানি ফাঁকা।
এলাম নিয়ে কাঠের বালা-
দুই-দুই করে চার,
সাথে কিছু কাঁচের চুড়ি,
তবুও মুখ ভাড়।
বলতে গেলেই কিছু কথা-
রাগ ভাঙানোর জন্য,
একটুখানি হাসি দেখে,
মনে হলো প্রসন্ন।
হাসির কথা বলতে হবে,
নয়ত হিসেব আধা-
ঠোঁট চেপে হেসে দেখায় নীলা-
হাসির সরলতা।
খুশি মাত্রা অধিক হলে,
হাসে মুখটা মেলে,
কষ্ট পেলেও লুকিয়ে রাখে-
হাসিটার আড়ালে।
শেষ অংশটায়
হবেনা শেষ বর্ণনা কখনো-ই,
অসমাপ্তই রাখছি তাই
বর্ণনায়- নীলাম্বরী।