তোমার চোখে স্বপ্ন ছিল না,
আমার মনে আশা ছিল না,
দুই হৃদয়ের পথ চলাতে
ভালোবাসার ভাষা ছিল না।
গোধূলির রঙ মিশে গেল ধূসর,
শব্দহীন রাতে বৃষ্টি ঝরঝর,
মেঘেরও বুকে বিদ্যুৎ জ্বলেনি,
শীতল বাতাসে উষ্ণতা ছিল না।
কথার আড়ালে লুকানো ব্যথা,
ভাঙা সুরে গাওয়া একলা গাঁথা,
তোমার ছোঁয়ায় শিহরণ জাগেনি,
এই গল্পে অনুভব ছিল না।
রঙিন আকাশ স্বপ্ন দেখায়,
তবু হৃদয় কেন পথ হারায়?
নিঃসঙ্গতার সুরে বাজল বাঁশি,
ভালোবাসার সুরও ছিল না।