আমি দেবদারু পাতাদের ঝড়া দেখে বুঝে যাই
বসন্ত বিদায় নিয়ে গেছে বহু, বহুকাল আগেই ।
আমি অতিথি পাখিদের ভালবাসাবাসি দেখে
জেনে যাই পৃথিবী এখন শীতের করাল গ্রাসে ।
তবুও তোমাতে নিমগ্ন আমার একান্ত চিত্তে
শীতের জড়তা নেই সেতো তুমি আছো বলেই।
তবুও তোমাতে নিমজ্জিত আমার সমগ্র অস্তিত্বে
চিরবসন্ত সেতো তোমাকে ভালোবাসি বলেই ।
ভালোবাসি তোমায়, এর চেয়ে গভীর কোন
মানবিক বোধ নেই, এই অনুভূতি প্রিয় সত্তার
চেয়ে বেশী অস্তিত্বময়, এই উচ্চারণ যে কোন
ধ্রুব সত্যের চেয়ে বেশী ব্যাংগময়ঃ
“প্রিয়তমা, ভালবাসি তোমায়” ।