জ্বলেছো তুমি আগুনে
আমাকেও আগুনে জ্বালালে
ফাগুন না আসতেই
কেনো চলে গেলে?
দু'চোখের কামনা বুঝেও কেনো চুপ থাকো
বিধান ছিলনা বলে কি
প্রেম ও থাকবে না
প্রেম টা কি তবে শুধু কাগজেই লেখা থাকে?
নীল উড়নার ভাঁজে লুকিয়ে থাকা মধু
তবে কি লোভই দেখালে শুধু?
সেখানে কি ছিলনা প্রেম,ছিল না কোন মোহ
তবে কেনো এত আহবান অহরহ?
তোমার রূপের মোহে আমি পাগল হয়েছি
নিষিদ্ধ প্রেমের আগুনে পুড়ছি প্রতিদিন
তোমার রুপের ভাজে একবার সাঁতার কাটতে
দাও
একবার এক বিন্দু ছুঁয়ে দাও সকল বিধান ভেঙ্গে।
তোমার দু'চোখে দেখেছি এক পৃথিবী ভালোবাসা
দেখেছি কামনার আগুন
দেখেছি না পাওয়ার বেদনা
অতঃপর তোমার বয়ে চলা নদীর উদাত্ত আহ্বান
আমি অগ্রাহ্য করি কিভাবে?
অতঃপর ধর্মের কসম দিয়ে
সমাজের দোহায় দিয়ে
আইনের বিধান দিয়ে
কেনো চলে যেতে চাইবে?
জ্বলন্ত উনুনের পোড়া কয়লা আমি
ধর্ম বুঝিনি, জাত বুঝিনি, বয়স বুঝিনি
শুধু শুষ্ক কাষ্ঠের মত পোড়াতে চেয়েছি
সে আগুনে জ্বলে পুড়ে ছাই আজ নিজেই