আমরা নিজেদেরকে মানুষ বলে জহির করি ,
মানুষের জীবনে মানুষ বাধার প্রাচীর তৈরি করি।
মানুষ আজ হয়েছে  মানুষের হত্যাকারি ,
মানুষ বিপদে পাশ থেক সহজেই সরে পড়ি।
মানুষ মুখোশের আড়ালে এক হিংস্র জানোয়ার,
তাই মানুষ মানুষকে হত্যা কোরছে বরাবার।
মানুষ ভুলেছে ভালবাস শান্তির বাণী ,
সহজেই মানুষ মানুষের জীবনে বিপদ ডেকে আনি।

মানুষের অত্যাচারে শুধু মানুষ নয় প্রোকৃতিও
                                           হতবম্ব ,
তাই মানুষ দ্বারা পৃথিবী ধংস হতে হয়েছে আরাম্ভ।
মানুষ সহজেই মানুষের বুকে এঁকে দিচেছ
                                        বুলেটের চিহ্ন ,
মানুষ মেতে উঠেছে পৃথিবী থেকে ভালোবাসাকে
                                      করতে নিঃ চিহ্ন।
মানুষ  আজ হাতে তুলে নিয়েছে বন্দুক ল্যন্ডমাইন্স,
পৃথিবীকে ধংস করতে ব্যাবহার করছে সাইন্স।

মানুষের কার্যকলাপে পৃথিবী আজ দূষণে ভরপুর ,
তেমনই পৃথিবী ধংসের বেজে উঠেছে সুর।
আমাদের মনের মানবিকতার হয়েছে বলি,
তাই মানুষকে হত্যা করার কথা সহজেই বলে ফেলি।
মানুষ মানুষেরই নয় মানবিকতার শবচেয়ে বড় শত্রু
তাই  ঈশ্বরের কাছে মানুষ সবচেয়ে ভীরু।।