বর্ষার আগেই হৃদয়ে শ্রাবণ ধারা ঝরেছে
এক বিন্দু এক বিন্দু অম্ল বৃষ্টিতে রক্ত ঝরেছে
হৃদয়ের ফল্গু ধারায় তবু তৃষ্ণা কমেনা
নেহাতি পাগলামির ছন্দে বৃষ্টিতে গা ভেজায়
কিন্তু ফুসফুসে লালচে নিকটিন
রক্তে মিশে অ্যালকোহল
সারা শরির জুরে তার দাপাদাপি
তারই মাঝে দু দণ্ড শান্তির খোঁজে
বর্ষার জন্য।