তুমি কি কখনও ফুলের সাথে মৌমাছির বন্ধুত্ব দেখেছো?

দেখনি, তাইনা!

তাহলে বুঝবে কি করে, বন্ধুত্ব কাকে বলে।

তুমি কি কখনও মেঘের সাথে আকাশের সম্পর্ক দেখেছো?

দেখনি, তাইনা!

তাহলে বুঝবে কি করে, পবিত্র সম্পর্ক কাকে বলে।



তুমি নীল আকাশ দেখনি, আকাশের তারা দেখনি

দেখোনি নদীর ঢেউ,

তুমি কখনই বুঝবেনা, বুঝতে পারবেনা

তোমাকেও বন্ধু ভাবতে পারে কেউ।



তোমার জন্য আমি প্রিয় একটা জায়গা ছেড়ে এসেছি,

বলেছিলাম, তুমি ডাকলে আমি আবার ফিরে আসবো।

কিন্তু তুমি ডাকোনি, মান ভাঙ্গাওনি আমার,

বলোতো, এত নিষ্ঠুর মন কিভাবে হলো তোমার?



আজ আমি কবিতা লিখলাম

উৎসর্গ করলাম তোমার জলে,

কিন্তু তুমি কিছুই বুঝবেনা,

তুমি তো জানোই না,

বন্ধুত্ব কাকে বলে।