শাশ্বত প্রেম
               ফয়সাল খান

নিশিতে জলধারায়, তব মুখচ্ছবি,
দেখে হিয়া চমকায়, ভারী বরষায়।
জ্যোৎস্না বিলাসে মম, মন চায় তব,
ওষ্ঠ মিলনে তুলিতে, নব জাগরণ।
দিব রক্তজবা জড়ায়ে, তব চরণে,
ছড়ানো তব তনুঘ্রাণ, পাগল করে,
দেহমাঝে ঝড় তোলে, তোমা শিহরণে,
কি যাতনা, কি ভাসনা, তোমার মিলনে।

সহস্র আক্ষেপ মোর, হিয়া মাঝে কষ্ট,
কই হারালাম, কেন হারালাম, তোমা?
দোষ কি ছিল মোর? প্রেম-মাঝে খাদ
ছিল না তো মোর কামনায়, মোর রানী।
খুঁজে ফিরি সদা তোমা, চলে এসো তুমি,
প্রেমগৃহে মোর, স্বপনের রানী হয়ে।