আমি ভুল করে যতোটুকু না করেছি ভুল,
তুমি ভুল করে ভেবেছ করেছি আরো বেশি ভুল ৷
আমায় ভুল ভেবোনা,
আমায় ভুল বুঝনা ৷
কারো ভুল শুনে — কারোবা ভুল বুঝে
ভুলেরই মাঝেতে পরে —
আমিতো ভুল করেই করেছি ভুল,
আর তুমি তা ক্ষমা না করে —
করতে যাচ্ছো জেনেশুনে অারো বড় ভুল ৷
কারো ভুলে করা ভুল ক্ষমাতে প্রকাশ মহত্ব —
এযে বিধাতার উসুল ৷
মানুষইতো করে ভুল,
আর আমিযে মানুষ তাতেও নাই কোন ভুল ৷
আমিতো করেছি ভুল করে ভুল,
তুমিও যদি করো জেনেশুনে ভুল,
শুধু ভুল আর ভুল !!
তবে তুমিই বলো ?
কে দেবে এতো ভুলের মাসুল ৷
এসো না আমরা
সব ভুলে করা ভুলগুলোকে ভুলে গিয়ে—
ভুলেরই বাগানে ফোটাই
নতুন করে নির্ভুলতার ফুল ৷
যদি চাও ফোটাতে নতুন করে ফুল,
তবে তোমারই পাশে রবো চিরকাল
                      আমি আশরাফুল ৷৷