আমি কে ?
কে আমি ??
আমি ???
আমি কখনো রোদ —
অাবার কখনোবা বৃষ্টি,
আমি কাউকে করি ধ্বংস —
আবার কেউবা হয় আমাতে সৃষ্টি,
আমি কারো চোখে অন্ধ —
অাবার কারোবা চোখের দৃষ্টি,
আমি গড়ে তুলি রাজ প্রাসাদ —
আবার অামারই নিবাস ঐ ঘৃণ্য বস্তি,
আমি আমাতে করি ভন্ডামী —
অাবার অামিই হই সুফি-সাধক-চিশতি,
অামি ভুখা-নাঙ্গা-অভাবি —
অাবার আমিই করি কতো মৌজ-মাস্তি,
আমি শত্রুতে হই ঝাল —
আবার প্রিয়তমাতে মিষ্টি !!
আর এমনি করেই সময় যায় পেরিয়ে
নিজেকে আর হয়না জানা,
চলে আসে যে আমার শেষটি ৷৷