এ জগতে কতো যে মানুষ !
  কতো না রকমের যে হয়,
'মনু ষত্ব সুপ্ত রয়েছে এ প্রতিটি অন্তরে'
  এ কথাটাই সত্য, মোটেও যে মিথ্যে নয় ৷
কারো বা  ইন্দ্র রহে সদাই স্ব জাগ
  কারোটাবা ঘুমিয়ে রয় ৷
মানুষে তে মানুষ ভিন্ন যে —
  তাহার মনুষ্যত্ব গুণেই নিহিত হয়,
এ কথাই তো দেখি এ ব্রম্মে —
  সর্ব-সকল গুণি জনের গুণকীর্তন কয় ৷
ভেবে দেখো না, যে সকল প্রাণী —
   বিত্তে র নেশায় মানবতা কে করেছিলো পরাজয় !
নাম গুলোও যে ঐ প্রাণ ধারিদের সাথেই —
  হয়ে গিয়াছে যে ক্ষয় ৷
তাকিয়ে দেখো না —
  কতো যে অর্থহীন অর্থে পূর্ণ ঐ ঘৃন্য পতিতালয়, তাইতো বলি, বিবেকহীন অর্থে —
  আমাতে-বেশ্যাতে বিন্দুও তারতম্য নয় ৷
মানব যদি হওকো তুমি বা
  তোমার জন্মসুত্র যদি কনো মানবের দ্বারাই হয়,
তবে কেন আর হেয়ালি —
  ক্রমশইতো কমছে তোমার মূল্যবান সময় ৷
তাই জাগরন ঘটাও নিজ গহীনটাকে —
  ছড়িয়ে দাও তব আপন দ্যুতি ইহ জগতময়,
জানুক সকলে, তোমার মানব জন্ম যে সঠিক —
  মোটেও যে তা বৃথা নয় ৷
তোমাতেই জানুক এ সত্য সকলে —
  মানুষের জন্ম যে মানবতার জন্যই হয় ৷
মানুষ তব নামানুষ তুমি —
  যদিবা তোমার সর্বে কেবল আত্ব স্বার্থ নিহিত রয় ৷
মানুষ তবই পূর্ণ মানুষ তুমি —
  যব মানবতার ছাপ রহে তোমার সর্ব কর্মময় ৷
ভুলে যেও নাকো কভূ,
  তোমার কর্মই যে জানান দেবে—
  তোমার জন্মদাতা পিতা-মাতার বৈধতার পরিচয় ৷
পশুর নিবাস থাকুক সে বনে ৷
  কেন তুমি তারে টেনে আনো তোমার মানব মনে,
মানবকুলে জন্ম তোমার—করো মানব মনকেই জয় ৷
মানব,
  তোমারই হস্তে যদিবা মানবেরই হইলো ক্ষয় !!
তবে এবার মানব তুমিই বলো —
  বনের ঐ বন্য ইতর আর তুমি মানবের মাঝে —
     তফাৎ কি কনো রয় ???