যদিবা কভু কোথা কোনবা জনে—
হইলে তব মিছে শ্রবনে,
জ্ঞাতহীন তাই রহিয়া অানমনে—
হইলে পতিত তব মিথ্যুকের প্রতারণে ৷
হইওনা কাতর সেজনা বেদনারও যাতনে—
যদিবা সে মিছেরই নিবাস রহে অাপন গহীনে ৷
এটাই তাহার ন্যায্য কর্ম-প্রাপ্য জানো সেই জনে,
এতো নয় এ তুচ্ছের প্রলাপবাক্য,
দেখ বিধাতার বিধানে ৷৷


সত্য স্রষ্টার সত্য সৃষ্টি তুমি—
যদিবা সত্যের নিবাস গড়ো আপন মনে ৷
শোনো সেজনায় তবে—
সত্যের রক্ষক প্রভু সত্যকে রাখেন অতিব যতনে ,
নাহি স্পর্ধা সত্যে করে স্পর্শ কনোবা ক্ষতনে ৷
যদিবা ক্ষণিকের তরে কনো কাল বৈশাখী অাঘাত হানে,
ভ্রমের ঘোরেও সত্য তুমি যেওনাকো নিরাশের আশ্রায়নে,
রতনে আসিলে খাঁদ কর্মকার নিখাঁদের তরে যেমন রতন অানে ঘর্ষণে,
এ মিছে কুলষিত ভবে নিঃকুলষের তরে সত্য তুমি যেনে নাও রয়েছো তেমনি প্রভুর পরিক্ষণে ৷
নেত্র কপাট মুদিয়া করো ভাবনার উদয়—
দেখো সর্ব কালে—জনে—খানে
সত্যেরই জয় সর্বায়নে ৷
পেওনা ভয় সত্যেরই জয় হবে হয় নিশ্চয় যথাক্ষণে,
সেই ক্ষণেরই অাগে সত্য তুমি এই ভাবনায় পেও সুখ আপন মনে—
সত্যই তুমি এ সত্যে এক যাচিত "সত্য" এতো জানবে জনে—জনে ৷৷