অাজি জাগরীত স্বপন মাখা —
জোছনা ভরা নিশিথে নির্জনে,
মোর গত হওয়া সর্ব নিশিথের মাঝে —
অাজ সর্বক্ষুদ্র নিশিথে নির্ঘুম নয়নে,
ভালবাসার বুকে তব রেখে মাথা —
মোর আখিঁ দৃষ্টি স্তব্দ দখিনা বাতায়নে,
আজ কাল ক্ষেপনের গতির বেগ যেন —
ঘন্টার তীর ছুটছে মূহুর্তের নিয়মে,
শিউলীর সৌরভ মোহ যেন মাদকতার ছোঁয়া নিয়ে— দুষ্ট পবণ দল যে দিচ্ছে লুকোচুরির দোল অাজ ক্ষনে ক্ষনে,
ভাবছি, এ মিলন কি তবে ছিলোনা কেবল মোদের একারই চাহনে !!
আজি সর্বের অানন্দ নৃত্য বলছে —
এ বাসনা যে ছিলো তাদেরও কামনে,
প্রকৃতিও যে দিচ্ছে এ জানান —
আজ তাহার স্বপন বিজিত অালপনে,
মোর সর্বত্রে বিরাজ অাজ —
উত্তাল সাগরের তরঙ্গ বিচরনে,
সাথে গগন চমকিত বিজলীর শিহরনে,
নাহি করেযে অতিক্রম আজি ঘোরের সীমায় —
ভাবছি, একি বাস্তব নাকি স্বপনে ??
সুখ, আজ সর্বত্র শুধুই বিরাজ সুখ,
দূঃখ !! সে আবার কি ??
সেযে নিঃশেষ হয়েছে সর্বভূখের দাহনে,
কষ্টযে আজ পালিয়েছে অানন্দের নির্যাতনে,
ভেসে চলেছি স্বর্গসুখ ভেলায় দুজনায় হয়ে আনমনে,
আমি যে মহাববীর,
যাহা করেছি আজি জয় তাহার উদাহরণ যেন —
কেবলই কনো অসাধ্য সাধনার হয় পাওনে,
ভালবাসি আমি ভালবাসবো তোমায় তব এ জীবনে মরনে,
যতো নিরাশায় অাগত বছরে-মাসে-দিনে প্রতিটা ক্ষনের ও ক্ষনে,
কথা দাও হে প্রিয়া,
মোরা হই যেন দৃষ্টান্ত তাদেরই —
সুখ সাধনায় যারা রয়েছে জনে-জনে,
করেছি অাজ মোদের সর্ব ভিন্ন ছিলো যা —
তা এক অভিন্নের রসায়নে,
ওগো প্রেয়সী, হে প্রিয়তমা,
এসো মোরা আজি হতে আমৃত্যু করি এই পণ —
কভুও যদি হই স্বর্গের নিবাসী অথবা সর্বহারা হয়ে যাই নির্বাসনে,
সর্বেই মোরা রহিব এক তব একের ও একায়নে ৷৷