সময়টা এখন শরৎকাল,
ষড়ঋতুর পালা বদলে আগমন তার।
নেই ভরা বর্ষার মুষলধারায় টানা বর্ষণ,
নেই মেঘলা আকাশে কালো মেঘের গর্জন।
নেই বাড়ি-ঘর নদীর অতলে হারানোর ডঙ্কা,
নেই সব হারিয়ে নিঃস্ব হওয়ার কোনো শংকা।
আছে নদীকূল ঘিরে সাদা কাশের ছোয়া,
নীলাভ আকাশ জুড়ে পেজাতুলোর মায়া।
আছে পদ্মফুলে ভরে ওঠা বিলের জলধারা,
শিউলির মাতাল গন্ধ করেছে ছন্নছাড়া।
নীল আকাশের কোলে সাদা মেঘের খেলা,
বিকেলের স্নিগ্ধ ছোঁয়ায় জমে গানের মেলা।
মনে আনে শরতের শান্ত সেই সব স্মৃতি,
যেন তুমি আছো হৃদয়ের গভীরে একান্ত নিধি।