রঙ লাগানো ঠোঁটে যদি না ধরে সাহস,
কাজল চোখে ইশারাতে ডাকলেও পারছ।
এত কিছু যদি তুই করতে নাই পারছ,
তুই চাইলে হইতে পারি আমি তোর সারস।।
তুই ঠোঁটে রঙ লাগাস
তুই চোখে রঙ লাগাস
আমার মনেও রঙ লাগাস
ভালবাসি বলা যেন হয়ে যায় সহজ।
মাথায় তোরে রেশমী চুলে মানায় অনেক বেশ
কাক জড়ানো কালো কেশে দেখে হলাম শেষ।
আমি দেখছি না'তো ভুল, তোর খোপায় পদ্ম ফুল
আমার ভাঙ্গছে শত ভুল, আমি তোর প্রেমে ব্যাকুল।।
তুই ঠোঁটে রঙ লাগাস
তুই চোখে রঙ লাগাস
আমার মনেও রঙ লাগাস
ভালবাসি বলা যেন হয়ে যায় সহজ।
হাতের চুড়ি শব্দ তুলে ঝন-ঝনা ঝন ঝন
বনের পাখি সুর করে না শুনে তখন।
অনামিকা শূণ্য দেখি তোর তো কেউ নাই
আজকে তুকে জানান দিবে ভালোবাসি তোমায়।।
তুই ঠোঁটে রঙ লাগাস
তুই চোখে রঙ লাগাস
আমার মনেও রঙ লাগাস
ভালবাসি বলা যেন হয়ে যায় সহজ।