শরীরের ছাঁয়া পড়তে দিবে না তোমার আমার মাটির দেহে,
অলৌকিকত্ব নিয়ে বিষাদী ফুলটা নিষ্পাপ ভাবে আমার হৃদে ঘুম খেলবে।
তুমি তার থেকে ক্ষণিক সেটা ভাবো নাকো।
তুমি তার সম কিন্তু মন্ডকটা একটু উঁচু বেঈমানিতে।
পটুত্ব বেশী তোমার মাঝে সেখানে ঘুমন্ত ফুলের চরণ বেশী দূর নই।
তুমি হচ্ছো ব্যাক্তি আর সে হচ্ছে তোমার পবিত্র প্রতিচ্ছবি।
তাই সে অসংখ্য বার আমার প্রেমের পবিত্র অবস্থানে বসে আছে তোমা প্রতিচ্ছবি।
তাই তোমার অংকিত ছবিটার প্রেমে পড়তে ভাল লাগে।
বিদ্রুপের আচরণ দিব না,
হৃদ এখনো শৈবাল হতে পারেনি।
নীলটা পড়ে আছে জলের দেহে,
তবও হিংসা আনে না মন।
মনে বাঁধিয়া দেখ প্রেমে, বাগানে ফুলের সন্ধানে জাগ্রত নিশীথিনী এই ক্ষুদ্র মন।
ভাষায় বলিবে হয়তো তোমাকে প্রতিচ্ছবি ভালবাসি।
ভালো থাকা হোক বাস্তবতা তোমা।