মানবতা যদি হাত মেলে দাঁড়াও
আজ রাতে শুনিতাম না গুলির শব্দ,
দেখাতাম না কানায় কানায় রক্তের তানপুরা।
করুণা হবে না নাকি এই অস্থির জাতির জন্য?
নির্বিকারে অত্যাচার একি কারো দেশ প্রেম?
ভাবনা গুলোতো শুধু একটা কথায় বলে
নষ্ট মানবতায় চাষ হচ্ছে পৃথিবীর ধারে।
মানবতা তুমি মুদ্রা দামে কেনা কোন পণ্য নয়,
তবও তারা হত্যা করে তোমায় বিনা শ্রদ্ধায়।
বেশ্যার সৃষ্ট মানবতাকে আমি ধিক্কার দিই,
উলঙ্গ শরীরে প্রাচীর দালানের মানবের সাথে বাসর খেলা তারা।
ছি, ছি, ছি, তোমরা নেশার পেয়ালাকৃতির মতো,
তোমরা জাতিসংঘের মানবতা নামে আমার ইব্রাহীমের জাতির সঙ্গে নষ্টামি করো।
কত জাতি আজ আমার মা বোন শিশু বৃদ্ধের
পশুর আঘাত হানে
চোখ তো আজ জ্বলে যাচ্ছে পুঁড়ে যাচ্ছে হৃদয় অত্যচারের রসাতলে।
তবু দেখতে পারিনা মায়ের দিকে কেড়ে নিয়েছে তার লজ্জা বরণ টারে।
মা'রে আমার বোনটা কোথায় গেল
তার বস্ত্রটা কি ছিড়ে গেছে?
হে নারী জাত আর থাকাতে পারবো না তোমাদের দিকে,
যতদিন মানবতা নামের বস্ত্রটা দিতে না পারি তোমাদের তরে।
বাবা তুমি তো চলে গেছো তোমার শরীর থেকে,
যেভাবে জবায় করা হলো আদরের ছোট ভাইটারে।
বড় ভাইটা কয় দিন ধরে কোথায় আছে জানা নেই নষ্ট মানবতার ডরে।
বসত ভিটা টাও কয়দিন ধরে মা-বোনের ন্যায় উলঙ্গ ঘুরে।
তবু ইব্রাহীম যদি জাতির পিতা হয় ফিরে আসবো মানবতার চাদর বিশ্বের মুসলামের দরবারে।
হে মালিক! তোমার মানবতা আঁচলের তলে আমার জাত রে আরেক বার টেনে নাও।
হাজার হাজার মায়ের বস্ত্র টেনে ছিটে নিচ্ছে
কঙ্কাল রূপি নষ্ট মানবতার সৃষ্ট মানব।
তারাই বলে তারা নেতা,আমি বলি নারীর জল ডুবে থাকা তোরা পিচাশ।
জাতিসংঘ বুঝি না, আমি বুঝি তোমার ভালবাসার স্বপ্ন বিলাস
যা আমাদের মুক্তি দিতে পারে চির কল্যাণময় পৃথিবীর তরে।