বড় অভিমানে এসেছি ওগো
এই জল পাড়ে,
শুধু অতীত গুলো নীল অাকাশে
ঝাপসা রঙ্গে মাতোয়ারা করে।
যায় না রে মানা বেকুল মাঝিরে,
মূখ ফুলিয়ে রাখে সদা দয়ার কান্ডারে।
তব বড় অভিমানে থেকে গেলাম,
যতদিন কপাল ধরে এই জল-পাড়ে।
সঙ্গে ছিলে যেদিন এসেছি বালির পথে প্রথম,
কত সুখের লগন বয়ে যায় এই শঙ্খনীল জীবন।
কেন বা এমন আয়োজন হতো মনে?
দৃশ্যায়নের লোভে মস্ত পাগল
তুমি শব্দটার স্বামী।
তব বড় অভিমানে থেকে যাব,
ছায়া দৃশ্যের কাছে এই জল-পাড়ে।
অনেক বার পা ফেলেছি একাত্ববাদে
জল মোহনার ধারে,
তব আপন প্রাণ মিলেনি চিত্তের পানে।
"সাধনা খুঁজে পেয়েছি তারে
ঘর দিয়েছি মম ভরে"
পাশে মিশে থাকে যেন হাওয়া হয়ে
পিঞ্জর কা'বা ঘরে।
তব পিছনের ছায়া দেখে বলতে পারো।
কখন এসেছো অতীত বাঁধানো
জীবন্ত এই জল-পাড়ে?