ইশ্বর যদি দেহ দিয়ে ঢাকায় রাখে প্রাণ,
সভ্যতাটা বাঁচায় রাখে বয়নযন্ত্রীর দান।
নগ্ন দেহে বস্ত্র আনে অন্ন তাদের কয়?
রাখাল জ্ঞানী মালিক শালা দেয়-রে পিঠে খই।
দিন কাটিয়ে গায়ে যখন নামে ক্লান্তি,
বণিক শ্রেণী নাক জেড়ে দেয় পায় না প্রশান্তি।
এমন করে প্রহার সয়ে নিত্যদিন ঐ যায়,
মানবতা কোথায় গেলি একটু কাছে আয়।
আমরা কি ভাই এমন পাপী
কি সে মোদের ভূল?
সভ্যতা রে জীবন দিলাম
দেহ হয়ে যায় ঢোল।
বণিক তোমার নিজের জন্য কত স্বজন প্রীতি,
আমরা তোমায় মালিক করি এটায় দুর্গতি।
লালন তুমি নিজের মাঝে নিজেকে খোঁজো,
এই ভবেতে এমন মানুষ পাইলাম না আজো।
শিল্প তোমায় কি বানাইলে
দেবে মোদের পূঁজো?
আমরা ও যে দিতে পারি সেটা একটু বোঝ।
বণিক শ্রেণী লালন হলে বাঁচে সভ্যতা,
মোরের দ্বারায় মান বাঁচবে
বাঁচবে নগ্নতা।