দেখ দেখ চার দিকে মানুষ,
আমি সংসার জীবনে আছি।
যদি কেউ বলে দেয় তারে,
জলে নেমে যাবে তার দু'চোখ।
তখন আমি আর ভাল আছি কি?
বিশ্বাস হবে কি রে আর মোরে।


দেখ দেখ সেদিন যা কিছু ভাবতে সব মোহের মতো।
হয়তো সে সময় পুতুল খেলার ভাবটা ছিল।
নাকি নির্লজ্জতা ছিলো যাত্রার নাচনে 'লীর মতো?
তবু চিন্তা নিয়ে ভাবি এসব কিছু না,
তুমি ছোট ছিলে আধো আধো জল মেয়ে।
সেদিন কিছু তো বলিনি তাহলে এখন ছাড়ো,
আমি সংসার পাততে যাবো।
দয়া করে ছাড়ো মোরে বিশ্বাস ভেঙ্গে যাবে।
তখন তার চোখ নামবে জলে।


দেখ দেখ আমি আর সেই তো ভাল আছি।
তুমি ভালো নেই কি আসে যায় মোদের।
আকাশে থাকার কথা তোমার
চোখে এলে কেন?
হায়রে জল মোরে একটু ছাড়ো,
মানুষ দেখলে বলবে কি তারে।
আমার বিশ্বাসে আগুন ধরে যাবে,
সংসার যাবে মোর ক্ষয়ে।
এবার একটু ছাড়ো,
চলে যাবো অনেক দূরে
আসবো না আর তোর তরে।