কে গাহিবে গান কে দিবে-রে প্রাণ?
যতো কিছু ছিল তখন,
এখন কি আর আছে?
লোহার মাঝে জং ধরেছে
সব গেল রে শেষে।
যখন সে যে একজনাতে মন বসিয়েছে,
হিংস্র প্রাণীর ন্যায় কিছু মানব এসেছে।
এ ভবেতে মানব দেহের রূপের জুড়ি নাই,
এক মানবের জীবনটা যে ছায়ে মিশে যায়।
ভবের মানুষ ফানুস রূপি,
সময় দেই যে কম।
মানুষ হইতে সময় কইরে,
ভাঙ্গে আয়োজন।
আসল কাজটা ভেঙ্গে দিয়ে নকল ভাবে চলো,
এমন হলে মূল্য নাই তাই
বিশ্ব জুড়ায় বলো।
মায়া মমতা নষ্ট করে
প্রেম জড়তায় নাচো।
সত্যি কথা বলতে গেলে
মুখ তুলিয়ে হাসো।
লোভ মমতায় জীবন হলে
অনেক বাসে ভালো।
সত্যি মানব পর হয়ে যায়
অন্ধকারটায় আলো।
অর্থ দামে দেহ পাইলে
মনটা পাইলে কয়?
গান শুনিয়ে প্রাণ বিলিয়ে
করবো না আর জয়।
জন্ম যখন পানিতে ভাই
এমন কেন বলিস?
আমায় একটু জল দিস বলে
মাথা তুলে চলিস।
ও ভাই একটু দেখ
সূর্য চাঁদের নাইরে ভেদাভেদ।
রাতে যখন আলো দেই সে কিছু বলে না,
সূর্য মামা আসলে কাছে নেই না বাহানা।
সব কিছু তে এমন যদি হইতো নিয়ম পাস,
মানব দেহে ভেদাভেদের থাকতো নারে চাষ।
আজ কতো প্রেম ব্যর্থ হয়ে
নষ্ট জীবন করে,
মনটা যখন হাট বাজারে পায় গোলামের দরে।
নষ্ট মানুষ নষ্টে আছে
কিছুই করার নাই,
ভালো মানুষ কষ্টে আছো
কি জন্য রে ভাই?