আমার আকাশে আজ অভিমানের মেঘ জমে আছে।
মাঝে মাঝে বজ্রের আঘাতে ধমকা হাওয়া থেমে যায়,
তখন একটি ক্ষণে আকাশ পেলে দেয় কত অশ্রু ধারা।
ও আমি দিশেহারা
ও আমি দিশেহারা
ও আমি দিশেহারা।
এমন অাকাশ করে গেলে চলে দূর বহুদূরে অচেনা পথে।
কত বার বলেছি তোমাকে,
আকাশ যেন মোর মেঘলা না হয়।
তখন একটি বারও তোমার কথায় চলনার ছিল না ধারা।
ও আমি দিশেহারা
ও আমি দিশেহারা
ও আমি দিশেহারা।
তুপানের মতো করে এসে তুমি ধ্বংস করেছ জীবন আমার।
কত কি বলবো বলে হলনা বলা তোমাকে আর।
তখন দাও নি সময় তুমি
মেঘলা আকাশ রেখে চলনার ধারা।
ও আমি দিশেহারা
ও আমি দিশেহারা
ও আমি দিশেহারা।