যদি নিশী রাতে তোমাকে পায় নবী
আমি ঘুম নেব না চোখ আসে যদি।
তুমি ডাকো,তুমি থাকো
ওগো আলোর দিশারী।
তুমি মোর দয়াল নবী
রাব্বুল আল-আমীন।
যদি ভোরের আলোয় তোমাকে পায় নবী
দ্বীনের জন্য আমি হবো সারা জীবন বাজি।
তুমি জ্বালো,তুমি দেখাও
দ্বীনের আলো আমায়।
তুমি মোর দয়াল নবী
রাব্বুল আল-আমীন।
যদি দুপুর রোদে তোমাকে পায় নবী।
যত ক্লান্ত থাকি আসবো ছুঁটে আমি।
তুমি শেখাও,তুমি জানাও
এই দুনিয়া কি?
তুমি মোর দয়াল নবী
রাব্বুল আল-আমীন।
যদি ছাঁয়া বিকালে তোমাকে পায় নবী
সবুজ ঘাসে হেঁঠে যেতাম তোমার প্রিয় যদি।
তুমি কত সুখে,কত দূঃখে
আনলে ভবে দ্বীন।
তুমি মোর দয়াল নবী
রাব্বুল অাল-অামীন।
যদি সন্ধ্যে রাতে তোমাকে পায় নবী
সুখের মোহে চেয়ে নিতাম কত অবধি তোমায়।
তোমায় চেয়ে,তোমায় পেয়ে
মন জুড়িয়ে নিতাম।
তুমি মোর দয়াল নবী
রাব্বুল আল-আমীন।