বাবার ডাকে এলাম ছুটে
ওগো প্রিয় মোর,
শুনেছি গল্প তোমার
তুমি অগ্নি বাঁশির সুর।
দূর্যোগের গমনে যখন দেখি তোমায়,
অদ্ভূদ তুমি সাহসের উচুঁ চূড়ায়।
কত আদরে প্রেমে বাঁধিলে মোরে,
জন্ম পেল সন্তান আমার উদরে
স্বপ্ন প্রভাত ভোরে।
তোমার আদলে বুঁনেছি তাদের,
ছুঁটে চলে যেন সবার সুখে দূখে
আর অশ্রু জলে।
পারিনি আমি শতটা দিতে তাদের।
তুমি দিয়ে দিও বিষ যত আছে তোমার,
তাদের শিরার উগ্র ভাগে।
খ্রীষ্ট সন দু'হাজার চার সনে,
আপন করিলে আমায়
তোমার বাসরিনী ঘরে।
কত প্রেমে প্রেমে বাঁধিছো আমায়,
ভূলিতে দেব না এক খানা তোমায়।
ফুলে ফলে প্রেম দিয়েছি তোমায়,
দরজার খীলে আদরে ভরিছো আমায়।
তুমি কত বীর জেনেছে সবাই,
নরসিংদী ছয় খুনে
মেলে দিয়েছ সংগ্রামী পাখা তোমার।
কক্সবাজারে জেলেদের মন
দিয়েছে বাহ বাহ তোমায়,
জলদস্যুদের প্রহার হাত
লুটে নিয়েছ এই কথায়।
তোমার বিদ্রোহী ভাবে
নিয়েছে শান্তি মিশন,
অ প্রিয় বল না কেন তুমি এমন?
তোমাকে নিয়ে শেষ হবে না বলা মোর,
আমি আজ তোমার শত্রুর কাছে
পরাজিত এক ভোর।
তুমি এসে দেখে যাও একবার,
নিয়ে যাও সন্তানদের ভবিষৎ অদূর।
ক্ষমা করো ও প্রিয় আমায়,
জান্নাত দিও মোরে
তোমার
পায়ের ফুল বাগিঁচায় আবার।