হে মানব আমি এসেছিলুম একদল প্রেমিকের আহবানে।
না হলে অভিমানে চলে যেতাম।
যদি তোমাদের আমার লেখা ভাল না লাগে।
পৃথিবীতে আমার কবিতার একটা "অ" ও নতুন করে লেখা হবে না।
তাই কিছু লিখে যায় এখনো।
মনে রেখ একদল মানবের জাত।
আমি কবি হতে আসিনি।
দেখেছো কখনো নেতার পরিচয় দিতে?
নেতা ছিলাম না কখনো,নেতা হব না আর।
তবু আমি কবিতা লিখবো বারবার।
তোমরা যদি কিছু শিখতে দিবে?
দৌড়ে দৌড়ে শিখবো।
টিক তোমরা একটা পুতুলকে বুঝও আমি মানুষ।
প্রয়োজনের বাহিরে আমি একটা জল পর্যন্ত ছুঁবো না।
যদি বৃষ্টি হয় আমি সারা রাত কাঁদবো।
ক্ষণ বৃহৎ তো বিধাতার অবতরণ।
না হলে কেন তাদের ভিন্ন দহন।
আমি কম কিসে আবার,
আমার বসবাস টা ও হিংসুকদের মাঝে।
আমাকে ক্ষমা কর!
কবিতা" আমি কবি নই।
তবু কবিতা,তোমার পাহাড়ে কবিতার বৃক্ষটা চোখ পেতে চাই।
তোমরা আমার কবিতার একটা লাইন ও পড় না।
তারপরও আমি কিছু বলবো না।
কারণ আমি কবি নই।
সেদিন বিবেকের আদালতে একটা সুবিচার পায়নি।
তারপরও কিছু বলেছি
কারণ আমি নেতা নই।
তবু বলে যায়, যারা বুঝ না তারা পড় না।
সংগ্রহের বাণীটা বারবার লেখা হয় কবিতার হিংসুক।
কবি তুমি তাদের সাথে অভিমান কর না।
আমি বলছি কবিরা তোমার কবিতা পড়বে।