মোর কথা গান হবে কবে?
আমি তো অন্যায়ে প্রতিবাদের ঝড় তুলি।
তুলনানি না ধনী গরীবের অর্থ সম্পদ।
সবাতে সাহসের পিন পরায়,
যাতে বিলুপ্ত না করে তাদের পার্থিব সমাজ।
তবে আমি চাই মোর কথা গুলো গান হয়ে ধরা নিয়ে যাক একটি বার।
মোর কথা গান হবে কবে?
আমি কখনো প্রিয়ার চোখের জলে অবহেলা আনি নাই।
যেহেতু পার্থক্য পাবে নষ্ট প্রেমিকের সাথে।
প্রিয়ার অঙ্গ পানে চোখ রাখিতে দেয়নি কোন জারসরে।
প্রতিটি ক্ষণে পুষ্পের ছোঁয়া দিয়েছি,
সমাজ যাতে টেনে রাখে আপন হাতে।
তবে আমি চাই মোর কথা গুলো গান হয়ে ধরা নিয়ে যাক একটি বার।
মোর কথা গান হবে কবে?
আমি প্রতিটি রমনির সাথে এক হয়ে বলি,
স্বামীর অধিকার চাই।
সমাজের কাছে যদি সুখের বিস্তার পায়,
এক খানা জাতি দিবো সুশিক্ষার।
মাগো তুমিও ছুটে ছিলে অনেক বার।
সেখান থেকে শিখে নিয়েছি এই কথার প্রসার।
তবে আমি চাই মোর কথা গুলো গান হয়ে
ধরা নিয়ে যাক একটি বার।
মোর কথা গান হবে কবে?
আমি হাসপাতালের অনেক রোগী দেখেছি
মাতৃ পিতৃ হারা।
তবু যদি থাকি পাশে একবার
কিছু দিয়ে যেতে চাই স্নেহ তুল্য সবার।
বাঁচবার তরে তারা কত কি আশায়।
আজো একটু মা-বাবার ভালবাসা চাই।
তবে আমি চাই মোর কথা গুলো গান হয়ে ধরা নিয়ে যাক একটি বার।
মোর কথা গান হবে কবে?
আমি রাজ পথের মিছিল দেখে অনেক বার চোখ ভিজিয়ে নিয়েছি।
কেউ এখনো নিশ্চুপে স্লোগান ধরেনি।
তারা চেয়ে যায় মৃত্যু,
কর্মীর দাবিতে ঝড় তুলতে আরো একটু।
তবু আমজনতারা
বাঁচতে চাই কুর্নিশ রেখে মস্তটাকে।
বলে বেড়াবো আমি তোমাদের হয়ে।
তবে আমি চাই মোর কথা গুলো গান হয়ে ধরা নিয়ে যাক একটি বার।
মোর কথা গান হবে কবে?
আমি নেতার কাছে শোষিত একটা জাতি অংশ দেখিতে পায়।
ভোবা প্রাণীর ন্যায় তারা সুবিচারের আশায় ক্ষুর্ধাত্ব।
পাশ কাটবো না কখনো এমন চিত্তে ভোগী।
তবে আমি চাই মোর কথা গুলো গান হয়ে ধরা নিয়ে যাক একটি বার।