ধরণীতে আজ আগুন ঝরে
মেঘ দেখিনা আকাশ জুড়ে।
এমন খেলা খেলছে তুমি
মানব পুড়া দেখেছি আমি।
ভূলতো আমি দেখছি নারে
কবিরা ও আজ যাচ্ছে পুড়ে।
মানব তুমি সহায় নাও
আকাশ জুড়ে বৃষ্টি দাও।
বৃষ্টি যদি একটু পায়
মানব চাওয়া বাঁচতে চাই।
কত প্রাণী পুড়ছে রোদে
ক্ষুদা তাদের বৃষ্টি খুঁজে।
পুকুর ধারে গিয়ে বসি
আবাস পায় না জল রাশির।
এমন কাজে বড় কে
মালিক বলে আমি সে।
অ-মালিক তুই বৃষ্টি দে
জল প্রাণী বাঁচিয়ে নে।
কৃষক চাষীর কষ্ট বুঝে
বৃষ্টি দাওনা ফসল চাষে।
যদি তারা বৃষ্টি পায়
মন্দ কপাল ভাগ্য চাই।
ভাগ্য যদি শোভা পায়
বৃষ্টি পাবো কানায় কানায়।
কবি বলে কবির সুরে
মানব বলে বৃষ্টি দে।
বৃষ্টি তুর রইল নেমন
দেখ মোদের কষ্টের কানন।
নেমন্ত্রণ বলে শেষ করিবো
বৃষ্টি কুদা তুই দিলে পাবো।
অ-মালিক তুই বৃষ্টি দে
মানব জাতি বাঁচিয়ে নে।