স্বপ্ন বাসর সাজিয়ে ছিলাম
তোমার পরতে।
ধরনী আজ সুভাসিত
তোমার ছোঁয়াতে।
তোমার নাকে সোনার নোলক
কানে সোনার দোল।
তোমার সাজে বাজনা বাজে
ডাক ডুমা ডুম ঢোল।
গায়ে তোমার বেনারশি
গলায় ফুলের মুল।
লজ্জা ভরা তোমার ঐ মুখ
হয়েছে আবুল তাবুল।
মাথায় তোমার সোনার মুকুট
হাতে সক্টক।
চাঁদের টিপে কপাল তোমার
হয়েছি বেয়াদব।
রূপে তোমার উজান ঢেউ
চোখের টানে ঘুম।
দু'জন মোরা এক হয়েছি
রাত ছিল নিঝুম।