হে মানবতা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমাদের মাঝে শান্তি চায়।
হে মালিক, তুমি আমাকে পূর্ণতা দাও।
আমি তোমার মনোনিত ধর্মে অভিপ্রাণ হব।
হে নবী, তুমি আমাকে সাহস দাও।
আমি তোমার দাওয়াত পৌছেঁ দিতে চাই মানবের তরে।
হে সমাজের অবেহেলিত মানুষ, ছুটে এসো এক হয় মোরা আজ দলে দলে।


হে ধনীজাত, তোমরা ও বাড়িয়ে দাও তোমাদের মানবতার হাত।
হে অভাব, আজ তুমি আমাদের সান্নিধ্যে এসো না।
আমরা আজ ধনী গরীব বুঝতে দিব না।
হে বিদায় হজ্বের ভাষণ,তুমি জানিয়ে দাও।
তুমি ছিলে মানবতার কল্যাণে আখেরী নবীর স্বপ্নের মুকুট।
হে সুখ-দূঃখ,তোমরা আজ একাকার হয়ে যাও।
কাউকে বুঝতে দিও না তোমাদের মধ্যে কোথায় তফাত।