হে প্রেম,কি দিয়েছ আমায়?
এসে ছিলাম সেদিন তোমার কথায়।
দেখেছি তোমায় রুদ্র চোখে।
ক্লান্ত আমি নির্ঘুম রজনি সুখে।
কেউ দেখেনি মোদের,শুনেছে কথার বাঁশি।
জীবনটাতে মোদের বৃষ্টি এল রাশি রাশি।
হে প্রেম,কি দিয়েছ আমায়?
চাচ্চু তোমার সর্বব্যাপী করেছে আঘাত।
বিরহী দেহে কিছু লাগেনি,
লেগেছে শুধু তোমারই অগ্নি ঝরা কান্নার সুর।
তোমার দেহে একি বৈশাখ বয়ে নিলে তুমি।
যে টুকু সময় কাদঁতে পারিনি আমি।
হে প্রেম, কি দিয়েছ আমায়?
বিচক্ষণতায় পেলে দিলে দু'জনারে সেথায়।
তোমার স্বজন ডাকল তখন,
পুলিশিনি এক মনোদিগন্ত সালিশ।
হাতে দিলো মোর অয়স জোয়াল।
কি করি আমি সালিশ ছিল এক রঙ্গীন মশাল।
হে প্রেম, কি দিয়েছ আমায়?
দিলে তুমি পাষানি এক আপুর হস্ত আঘাত।
হে পাষানি,মনেতে জাগে প্রশ্ন আমার।
তুই কি কারো প্রেমে মজিসনাই আবার?
অতিতে যে ছেলেটার প্র্রেমে মাতাল ছিলে তুমি।
তাহা কিন্তু অজানা না,মোরা দু'জনার।
হে প্রেম, কি দিয়েছ আমায়?
পেয়েছি শুধু সেলে ডুকার বড় অধিকার।
কতজন কত কষ্টে আপন করিল আমায়।
তাদের ঋণে বাবা-মা হল অসহায়।
কিছু বলার নাই হে প্রিয় তোমায়।
ফিরে এসো তুমি,রাতের আধাঁরে ছায়ার কাথাঁয়।