আমি আজ দেখেছি নির্ঘুম চোখে।
বৃষ্টি ঝরে অঝরে পৃথিবীর বুকে।
আমি তারেই সুখে গেয়েছি গান।
কেন আজ পৃথিবী চির অম্লান?
আমি চেয়ে ছিলাম মেঘহীন বৃষ্টি।
তুমি করে দিলে আমায় আশাহীন দৃষ্টি।
কান্নার ঢল করে টল মল,
আশাহীন দৃষ্টি হল নিষ্ফল।
আমি কেঁদেছি কতদিন, কতকাল
তুমি করেছ আমায় বেহুলার হাল।
আমার ক্রন্দনে কাঁদে পৃথিবী
দেখনি তুমি ওগো মোর মাধুবী।