তোমার জনম দিনে কত স্বপ্নে থাকি,
পূর্ণতা পায়নি থাকি একাকী।
তুমি কি দেখছ? আমি কোথায়
কিভাবে দেখবে আমি তো পাতাল ছায়াঁয়।
বিড়ালের ডাকে কত ভয় পেতে তুমি।
কিন্তু ভয় পাওনি, আমার হৃদয় থেকে হারিয়ে যেতে।
আমি তো হিংস্র নয়,দানব ও নয়
আমি তোমারই প্রেম পিয়াসি এক সারস।
মনে পড়ে ছায়াঁমাখা স্বপ্ন গুলো তোমার?
বলে ছিলাম দু'জনই জনম দিন হবে অমরণ।
কিন্তু রেখে দিয়ে কোথায় গেলে তুমি?
জনম দিনের স্বপ্ন গুলো চোখে ভাসায় আমি।