নীলাম্বু অনেক প্রিয় হৃদ পিঞ্জরে,
কাব্যের গোছালো ভাষায় যাহা কে নীলকমল বলে।
কতবার গেয়েছিলুম সে পথে,
এক পা দু'পা করে করে।
দাগ কেটে দিলুম তার তীরে,
তবু ছুঁতে পারিনি তারে আজো অবধি মোর মন ভরে।
কতজন আসে বাঁধে মন,
আঁখি দ্বয় তুলে।
একি বেহাল,
দেখিলাম না কতদিন মোর প্রিয় পারাবত।
আঁখি মোর যে পথ ধরে যায়,
আচ্ছন্ন করে করে যায়।
তবুও অনেক আশায় দেখিলাম এক খণ্ড মুখ তন্দ্রায় তন্দ্রায়।
অনুগ্র মন যখন বিরহে মজে,
তখনও নেমে আসি নীলম্বুর কাছে।
মন্তরে বায়ু চল আওয়াজ ভাল বলে,
তাই ছুটে আসি প্রিয় পারাবত এই প্রান্তর।
সময়ে শূন্যে আসি
আর এখনো শূন্যে ভাসি,
সব কে যে করে দিলো?
উদাস ভাবনায় মেলে না ফল।
তবুও বলিবার ভাষা হয়
বলবো না কখনো।
কতো যে ভালবাসি নীলাম্বর
বলে দিয়েছে হৃদয়।
একবার উদাস হয়ে দ্যাখ
কতবার আসিয়া ছিলাম নীলকমল।
দু'হাত মিলিয়ে দিলাম,
ঘর বাঁধবো চল।
কখনো ভাবা হয়ে ছিলো সিক্ত হতে দেয়নি কেন নীলাম্বুর তল?
ডুব সাঁতরে হারায় যদি
প্রিয় পারাবত তোমায় এই নীলকমল।