প্রিয় মানুষের আর্তনাদে,
ঘুমের ঘুরে চকিত করে।
কেন যে আবার এমন হলো!
ফিরলে কেন শরৎ প্রাতে?
একদিন আমার মৃত্যু সেজে,
নিয়ম মেনে মিছিল হবে।
নিঃশব্দের করতালিতে,
মাটি আমার আপন তবে।
সারি সারি কাতার হবে,
রবের নামটা জপে সবে।
বাঁশের কাঠের বেলকুনিতে,
মাটির কায়া সঁপে রবে।
মনকিরনাকির প্রশ্ন দিবে,
সওয়াল আমার কেমন হবে?
নীল আকাশে নিচে ছিলাম য'দিন,
পাপ পুণ্যে সহায় দিও খোদা তুমি সেদিন।