পরহিতৈষী একটা জীবন
কি পেয়েছি,
কি দিয়েছি,
কে খেয়েছে সবটুকু মোর
হিসেব কষার হয়নি সুযোগ।
যে খেয়েছে, সব খেয়েছে
নিয়ে গেছে জলের ধারে।
অগ্ন্যুৎসবের রাত পেয়েছি
একা থেকে জ্বলে যাওয়ার।
এতো কিছু পাওয়ার পরও
একটা মানুষ আজও
আমি, একা থাকার দাবি রাখি।
একা থাকার একা রাখার
এই সময়টা তোমার কাছে খুবই ঋণী।
সঞ্চয় ও সম্পদ দু'ই নাই
হৃদয় দিলাম, যখন তখন পণ্য কেনো
যে পণ্য টা তোমার নাই।