দিন চলে যায় মাস চলে যায়
শৈল্পিক সূর্য উকি দিয়ে যায়
আগন্তুক হয়ে ফিরে আসে বছর।
এমন করে কত সময় যায় কত কিছু আসে,
তবুও মাতৃহীন বেদনা বোন আমায় জড়িয়ে আছে।
হাড় কাঁপানো বরফশীতে কাঁপে থরথরিয়ে
মোরে ডাকি বলে জড়িয়ে ধর,
আমি তুর দূঃখী বোন রে।
কানে কানে বলি বোনরে আমার
ছেড়ে যাসনে দূরে,
দু'মল্লে বুকে জড়িয়ে রাখিব
কথা দিলাম তুরে।
ও আমার মাতৃহীন বেদনা বোন,
মানব শরীরে কত সুনিপুণ আসন দিয়েছি
কলিজা করে দিয়েছি বালিশ
রৌদ্রদগ্ধ হতে দিই নাই
রক্ত দিয়ে করে দিয়েছি স্নান,
মানব আহার দেয়নি তুরে দিয়েছি তাজা প্রাণ।
ও আমার মাতৃহীন বেদনা বোন,
রাতের নিশীথে আমিতো আর আমার থাকি না হয়ে যায় তুর,
ভোর হলে খোলে দিই তুরে আমার হৃদয় দোর।
যাত্রাপথে শতেক রকম বেদনা নিয়ে কেন আসো?
এসব তুমি ছেড়ে দাও বোন আমায় নিয়ে বাঁচো।
মানুষ ভেবে অমানুষের কাছে দিয়েছিলাম দু'হাত ভেসে,
খোদার কসম অল্প কিছু সুখ ছিলো তাও নিয়ে গেছে।
সুখ তো আমার সতীন হলো বেদনা হলো বোন,
সব কিছুই তো এখন আমার হয়ে আছে খুন।
ও আমার মাতৃহীন বেদনা বোন,
আপনার চেয়ে আপন বলে হলফ করে দিলাম,
এই জীবনে আর কখনো তুমি হবে না নিলাম।